সময়ের শ্রেষ্ঠ পেশাজীবী স্বাস্থ্য খাতের সম্মুখযোদ্ধাদের কর্মক্ষেত্রে অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলেট জেলা সমিতি, মন্ট্রিয়ল, কানাডা । জীবনমৃত্যুর সম্মুখীন হয়ে মানুষের জীবন বাঁচাতে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেসব সম্মুখ যোদ্ধাদের জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতার স্বীকৃতি স্বরূপ সমিতির উদ্যোগে গত ৪ জুন বৃহস্পতিবার মন্ট্রিয়লের সবচেয়ে বড় হাসপাতাল রয়েল ভিক্টোরিয়ার পোস্ট অপারেটিভ ও রিকোভারি বিভাগের ডাক্তার, নার্স, হেলথ টেকনিশিয়ানসহ চিকিৎসা সেবায় নিয়োজিত শতাধিক পেশাজীবীর জন্য দুপুরের লাঞ্চ সরবরাহ করা হয় সংগঠনের পক্ষ থেকে।
এতে উপস্থিত থেকে তত্ত্বাবধান করেন সংগঠনটির সভাপতি এম.এ হাই, সাধারণ সম্পাদক আব্দুল সবুর, সহ সভাপতি মোস্তাহিদ আহমেদ মুকু, সাংগঠনিক সম্পাদক করিম উল্লাহ, অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ আসলাম এবং সাহিত্য ও প্রচার সম্পাদক রিয়েল এস্টেট ব্রোকার শিহাব উদ্দিন।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে খাবার গ্রহণ করতে আসেন হাসপাতালের পাঁচ জনের একটি টিম। এতে উপস্থিত ছিলেন বিভাগে কর্মরত বাংলাদেশী কমিউনিটির স্বাস্থ্যকর্মী নুপুর চট্রোপাধ্যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট জেলা সমিতির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং কৃতজ্ঞতা স্বীকার করেন । এ ব্যাপারে হাসপাতালের পক্ষ থেকে একটি “লেটার অব এপ্রিসিয়েশন” ইস্যু করা হয়। হসপিটাল ডাইরেক্টরের পক্ষে সংগঠনটির সভাপতি আব্দুল হাইয়ের কাছে এই লেটার তুলে দেন সেক্রেটারী লোরি জনসন।
সংক্ষিপ্ত এই অনাড়ম্বর অনুষ্ঠানে সমিতির সভাপতি জনাব আব্দুল হাই জানান যে, সিলেট সমিতির এই উদ্যোগ অব্যাহত থাকবে । এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ৯ই জুন মঙ্গলবার মন্ট্রিয়ল জেনারেল হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের স্বাস্থকর্মীদের জন্য দুপুরের খাবার সরবরাহ করা হবে।