ভোরের আলো ডেষ্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বললেন হাউস্টনের পুলিশ প্রধান। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পকে চুপ থাকার পরামর্শ দেন শহর পুলিশ আর্ট আচেভেদো।
সোমবার এক ভিডিওতে যে করেই হোক বিক্ষোভ দমনের নির্দেশ দেন ট্রাম্প। এছাড়া তিনি নিজেও সেনা নামানোর হুমকি দেন।
এর প্রতিক্রিয়ায় সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে আচেভেদো ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, দেশের পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই। আপনি যদি গঠনমূলক কোনো পরামর্শ দিতে না পারেন, তাহলে শুধু আপনার মুখটা একটু বন্ধ রাখুন।’
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় বিক্ষোভ-প্রতিবাদ চলছেই। বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিভিন্ন রাজ্য ও শহর। প্রতিবাদ কোথাও কোথাও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
ঠেকাতে না পারার দায় বিভিন্ন রাজ্যের গভর্নরদের ওপর চাপিয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি গভর্নরদেরকে দুর্বল বলে উল্লেখ করে বলেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না।
এমন কি বেশ কয়েকজন গভর্নরের বিরুদ্ধে কড়া ভাষা ব্যবহার করেন ট্রাম্প।