কৃষ্ণাঙ্গ হত্যা; বিক্ষোভ দমাতে সেনা নিয়োগের ঘোষণা ট্রাম্পের

ভোরের আলো ডেষ্ক: আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে বর্বরোচিতভাবে হত্যার ঘটনার শুরু হওয়া বিক্ষোভ দমাতে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার সেনা নিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় দাঙ্গা ও লুট বন্ধে তিনি সেনাবাহিনী নিয়োগের এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেছেন, কোনো শহর কিংবা অঙ্গরাজ্য যদি তাদের জনগণের জীবন ও সম্পত্তি বাঁচাতে অস্বীকৃতি জানায় তাহলে আমি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়োগ করবো এবং দ্রুত এ সমস্যা সমাধান করে ফেলবে। শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস কর্মকাণ্ডে পরিণত হোক সেটা আমি চাই না।

তিনি আরও বলেন, আমি হাজার হাজার সশস্ত্র সেনা, সামরিক কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে পাঠাচ্ছি। যারা এই দাঙ্গা, লুটতরাজ, ভাংচুর, মারপিট এবং সম্পত্তি ধ্বংস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, সম্প্রতি জর্জ ফ্লয়েডকে প্রতারণার অভিযোগে গ্রেফতারের পরপরই যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা শ্বাসরোধ করে হত্যা করেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ