ভোরের আলো ডেষ্ক: বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাত। যুক্তরাষ্ট্রজুড়ে এখন ছড়িয়ে পড়েছে এমন সব ভয়াবহতা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ কমপক্ষে ২৫টি শহরে কারফিউ জারি করেছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন, বিবিসি। এতে বলা হয়েছে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে সব শ্রেণির মানুষ করোনা মহামারির ভয়কে উপেক্ষা করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তাদেরকে নিয়ন্ত্রণ করতে নামানো হয়েছে দাঙ্গা পুলিশ, ন্যাশনাল গার্ড। তারা বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ছে ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু থামছে না বিক্ষুব্ধ জনতা।
এই সহিংসতার জন্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দায়ী করেছেন।