ভোরের আলো ডেষ্ক: মহামারী করোনাভাইরাস নিয়ে প্রায়ই বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে চীন আর যুক্তরাষ্ট্রকে। ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় একে অন্যকে দোষারপ করছে তারা। এর জন্য দায়ী কে তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা।
এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ ‘পাগলামি’ বোধহয় এবার কাজে দিয়েছে। সম্পর্ক ছিন্ন করার হুমকির পরিপ্রেক্ষিতে অনেকটা সুর নরম করার ইঙ্গিত মিলছে চীনের কাছ থেকে।
বিবিসি জানিয়েছে, করোনার বিরুদ্ধে যুদ্ধে পারষ্পারিক সর্ম্পক আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছ চীন। করোনা রোধে চীন সাহায্য করছে না- ট্রাম্পের এমন বক্তব্যের পরদিন চীন ওই আহ্বান জানাল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভাইরাসের বিরুদ্ধে দুই দেশকে একসাথে হয়ে কাজ যুদ্ধ করতে হবে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে তাদের সাথে কাজ করতে চাইতে হবে।
এর আগে বৃহস্পতিবারই চীনের ওপর চড়াও হন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে চীনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা বলেন তিনি। বেইজিং করোনার বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেন এই প্রেসিডেন্ট।