অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বুদ্ধিজীবী, চিন্তাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিষেধাজ্ঞা ইস্যুতে চরম স্যাডিজমে (বিকৃতমনা) ভুগছে। ইরানের বার্তা সংস্থা ইরনাকে তিনি এ কথা বলেছেন।
ভয়াবহ করোনা মহামারির মধ্যেও ইরানে নিষেধাজ্ঞা বহাল রাখার নিন্দা জানিয়ে চমস্কি বলেন, প্রথমত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বেআইনি। আর করোনা মহামারির মধ্যেও এই বেআইনি নিষেধাজ্ঞা বলবৎ রাখাটা চরম স্যাডিজম।
স্যাডিজম হচ্ছে বিকৃতমনা বা যৌন নিপীড়ন সংক্রান্ত একটি মানসিক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তিরা নিপীড়ন করে আনন্দ পায়। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য নোয়াম চমস্কি এর আগেও ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।
কিছু দিন আগেও তিনি করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করে বলেছিলেন, করোনার এই প্রকোপ সদিচ্ছা থাকলেই নিয়ন্ত্রণ করা যেত। থামানো যেত মৃত্যু। বিশ্বের কাছে এই ভাইরাস সম্পর্কে আগাম তথ্য ছিল। তবু এই ভাইরাস মোকাবিলায় কিছুই করা হয়নি। রাজনীতিবিদদের অবহেলাই করোনা সংকটকে আরও জটিল করে তুলেছে।
(ভোরের আলো/ফআ)