জার্মানিতে মসজিদে পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক:

জার্মানির বিভিন্ন শহরের মসজিদে অভিযান চালিয়েছে পুলিশ। ইরান সমর্থিত লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর কার্যক্রম বন্ধ করতে বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।

ইসরায়েলের অব্যাহত  চাপের মুখে নিজেদের ভূমিতে হিজবুল্লাহর কার্যক্রম নিষিদ্ধ করার পর জার্মানি এ অভিযান চালালো।

এক বিবৃতিতে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘হিজবুল্লাহর কার্যক্রম ফৌজদারি আইনের লঙ্ঘন এবং গোষ্ঠীটি আন্তর্জাতিক সমঝোতার ধারণার বিরোধিতা করে।’

এই পদক্ষেপের মানে হচ্ছে, হিজবুল্লাহর প্রতীক নিয়ে কোনো সমাবেশ, প্রচার ও প্রকাশনা করা যাবে না। প্রয়োজনে হিজবুল্লাহর সম্পদও জব্দ করতে পারবে সরকার। অবশ্য সংগঠনটি বিদেশি হওয়ায় এটি পুরোপুরি নিষিদ্ধ বা অবসায়ন করা সম্ভব নয় বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

নিরাপত্তা কর্মকর্তাদের বিশ্বাস, জার্মানিতে হিজবুল্লাহর প্রায় ১ হাজার ৫০ জন সদস্য রয়েছে।

জার্মানির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘এটা অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান সিদ্ধান্ত এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এটি উল্লেখযোগ্য পদক্ষেপ।’

তিনি বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। হিজবুল্লাহর সামাজিক, রাজনৈতিক ও সামরিকসহ সন্ত্রাসী সংগঠনটির সব শাখার সঙ্গে একই আচরণের আহ্বান জানাচ্ছি।’

(ভোরের আলো/ফআ)

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ