অনলাইন ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর প্রভাব পড়েছে রাশিয়ার সেনাবাহিনীতেও। এ পর্যন্ত দেশটির সেনাবাহিনীতেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯০ জন।
এ ব্যাপারে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাবাহিনীতে আক্রান্তদের মধ্যে রয়েছেন সেনা সদস্য, ক্যাডেট এবং সিভিল কর্মকর্তারা।
সশস্ত্র বাহিনীতে গত মার্চ থেকে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত মোট ৮৭৪ জন সদস্য করোনা পজেটিভ হয়েছে এবং তাদের সবাইকে আইসোলেশনে রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।
দেশটির মিলিটারি একাডেমী ও স্কুলে ৯৭১ জন ক্যাডেট এবং ২৪৫ জন সিভিল কর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসব রোগীদের বেশীরভাগেরই করোনার কোন লক্ষণ ছিল না।
রাশিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৭৯৪।
(ভোরের আলো/ফআ)