অনলাইন ডেস্ক:
বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গোটা দেশ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যাও। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে ৫৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজারের বেশি মানুষ। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়া রাজ্যের ওপর দিয়ে বয়ে যাচ্ছে দাবদাহ। তাই প্রচণ্ড গরমে শরীরকে একটু শীতল করতে লকডাউন উপক্ষো করেই সমুদ্রসৈকতে ভিড় করছে মার্কিন নাগরিকরা।
রোববার (২৬ এপ্রিল) লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট এবং হাংটন সমুদ্রসৈকতে শুক্র ও শনিবার উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে যারা করোনা প্রকোপের মধ্যে সামাজিক দূরত্ব মেনে সমুদ্রসৈকতে এসেছেন, তাদের সমর্থন করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
এদিকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া, ওকলাহোমা এবং অন্যান্য আরও কিছু রাজ্যে লকডাউন শিথিল করে খুলে দেয়া হয়েছে দোকানপাট। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছেন, মানুষের সামাজিক দূরত্ব কমে গেলে আরেকটি ধাপে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রের ওই সব রাজ্যে।
ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন। মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। তবে ১৫ হাজার ১১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
দেশটির সব অঙ্গরাজ্যেই করোনা ছড়িয়ে পড়লেও সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ১৪৩ জন। মারা গেছেন অন্তত ২২ হাজার ৯ জন। এর পরেই রয়েছে নিউজার্সি। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৪৯৮ জন। মারা গেছেন ৫ হাজার ৯১৪ জন। অন্যদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ২ হাজার ৭৩০ জন।
এদিকে বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত ২৯ লাখ ২১ হাজার ৪৩৯ জন আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩৬ হাজার ৯৪১ জন।
(ভোরের আলো/ফআ)