ভোরের আলো ডেষ্ক: করোনাভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে ব্রিটেন। প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশটিতে ২০ হাজারের অধিক লোকের মৃত্যু হয়েছে।
শনিবার বিশাল সংখ্যক মৃত্যুর খবর পড়তে গিয়ে কেঁদে ফেলেন স্কাই নিউজের সাংবাদিক ও উপস্থাপিকা কিম্বার্লি লিওনার্দ। যে ২০ হাজার ৩১৯ জনের মৃত্যুর হয়েছে তাদের বেশ কয়েকজনের ব্যক্তিগত কাহিনী পড়ে শোনাচ্ছিলেন তিনি। আর সেটা করতে গিয়েই কেঁদে ফেলেন।
তিনি পাঠ করছিলেন, ‘আমরা জানি যে ২০ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি ছিলেন ১০৮ বছরের। আর সবচেয়ে কম বয়সী ছিলেন ৫ বছর বয়সী। গ্রেটার ম্যানচেস্টারের মাউরিনের প্রিয় স্বামী গর্ডন উইলিয়াম মার্টিন। তার ক্যারিয়ার ছিল বৈচিত্র্যে ভরা। তরুণ বয়সে ক্রিকেট খেলেছেন। এরপর ভালোবেসে পরিবার ছেড়েছেন।’
এটুকু পাঠ করার পর তার গলা ভারি হয়ে ওঠে। কাঁপতে থাকে। নিজেকে সংবরণ করে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।