জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী রিসালদার মোসলেহউদ্দিনকে ভারত হস্তান্তর করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোসলেহউদ্দিনকে সোমবার সন্ধ্যায় অত্যন্ত গোপনীয়ভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে পশ্চিমবঙ্গের বনগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন মতে, গত ৩০ দিনের মধ্যে ভারতীয় গোয়েন্দারা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধুর আরও খুনিকে হস্তান্তর করল। গত ফেব্রুয়ারি ভারত হত্যা মামলার ফেরারি আসামি আব্দুল মাজেদকে হস্তান্তর করে।
এতে আরও বলা হয়, দ্বিতীয়জন মোসলেহউদ্দিনকে গোপনে সীমান্ত পার করে বাংলাদেশে হস্তান্তর করা হয়। এই দুই হত্যাকারী গত ২০ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছিলেন বলে ধারণা করা হচ্ছিল।