ভোরের আলো রিপোর্ট: কাজ নেই। তাই রোজগারও নেই। এ কারনে খাদ্য সঙ্কটে আছেন নিম্ম আয়ের মানুষ। এমন অবস্থায় সরকারের মন্ত্রীসভার সদস্য ও সংসদ সদস্য (এমপি)-দের দেখা মিলছে না। তারা ঢাকায় বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনুসন্ধানে জানা গেছে, করোনা ভাইরাসের মতো পরিস্থিতিতে নাশকতার আশঙ্কা করছে সরকার। সরকারের দায়িত্বশীলদের কাছে খবর আছে, খাবার সঙ্কটের অজুহাত তুলে সাধারণ মানুষ মন্ত্রী-এমপিদের উপর চড়াও হতে পারে। তখন পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। এজন্য সরকারের একটি গোয়েন্দা সংস্থা তাদের প্রতিবেদনে বলেছে, করোনা ভাইরাসের মতো জটিল পরিস্থিতির সময়ে স্থানীয় এমপিদের ঘরের মধ্যে থাকা বুদ্ধিমানের কাজ। কারন বিএনপি- জামাতের আশীর্বাদপুষ্ট হয়ে জনগণ অস্থিতিশলী পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এদিকে প্রায় এক মাস বাংলাদেশ লকডাউনে থাকার কারনে নিম্মবিত্ত ও মধ্যবিত্তরা কাঁদছে। তাদের ঘরে খাবার নেই। এরই মধ্যে জরুরি নম্বর ৯১১ এ কল করে প্রায় দুই লাখ লোক খাবার পৌছে দেয়ার অনুরোধ জানিয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রে এমন পরিসংখ্যান পাওয়ার পর চিন্তিত হয়ে পড়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।