স্কটল্যান্ডের বান্ফ শহরে বাঙালী মালিকানাধীন নাজমা তান্দুরী শহরটির করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধের যোদ্ধাদের ধন্যবাদ জানিয়ে খাবার বিতরণ করে।
২৩ বছর ধরে পরিচালিত বান্ফ শহরের প্রথম দক্ষিণ এশীয় খাবারের এই টেইকআউট রেষ্টুরেন্টের স্বত্ত্বাধিকারী নুরাজ খান জানান, করোনা ভাইরাসের কারণে ফ্রন্টলাইন যোদ্ধারা যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আমাদের জন্য সেজন্য ধন্যবাদ জানানোর জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র।
এ কঠিন সময়ে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে সাহস দেয়া এবং কৃতজ্ঞতা জানাতে নাজমা তান্দুরি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক, বিভিন্ন ফার্মেসী, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, বিভিন্ন ব্যাংক, ফায়ার বিগ্রেড স্টেশন, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকানে খাবার প্রদান করা হয় ”থ্যাংক ইউ” কার্ডসহ ।
নাজমা তান্দুরির এ কার্যক্রম বান্ফ কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়। সোস্যাল মিডিয়াতে এ নিয়ে লেখালেখি করেন কমিউনিটির ব্যক্তিরা।