ভোরের আলো ডেস্ক:
দেশে করোনাভাইরাসে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শনিবার (১৮ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৩০৬ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
আজ শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট বা আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৯ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৮৪ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ হাজার ১৪৪।
এছাড়া সুস্থ হয়েছেন ৮ জন, মোট ৬৬। ২১ থেকে ৩০ বছর বয়সীরা বেশি সংক্রমিত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
অনলাইন ব্রিফিংয়ে এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বিশ্বব্যাপী আজ শনিবার সকালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজারের বেশি। এক সপ্তাহের ব্যবধানে মৃত্যু বাড়লো আরও ৫০ হাজার। করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২২ লাখ ৫০ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে বর্তমানে ১৫ লাখ ২৪ হাজার ৬০৮ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ৯৬০ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
(ভোরের আলো/ফআ)