জীবনের পাদটীকা

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া:

জীবাণুর হলাহলে এভাবেই হলে ছাড়াছাড়ি

ঘরে ঘরে বন্দি হলে যার যার জীবনের আচার

বিচ্ছেদ বিলাপে যদি জনপদে জাগে আহাজারি

বিপন্ন তখন আর কাকে পাবে পাশে দাঁড়াবার?

 

প্রাণ বাঁচাতেই যদি প্রাণে প্রাণে ছেড়ে কোলাকুলি

সংগনিরোধে থাকে নির্জনে শংকিত জী

সে প্রাণে গুমরে মরে অন্তরে লুকানো যা-বুলি

দূরত্ব দেহের তবে মনে হাকে নৈকট্য নকিব।

 

কায়াহীন শত্রুকে পরাভূত করাটা-যে ভার

তবুও ছায়ার  সাথে লড়াইয়ের পড়েনিতো ছেদ

পথে পথে যতো থাক বিঘ্নের হিমেল পাহাড়

গুপ্ত এ কাল-ব্যাধি সমূলেই হবে উচ্ছদ।

 

জীবনের কোলাহল অপঘাতে যদি থেমে যায়,

আয়ূ যদি টেনে দেয় অকালেই চির যবনিকা।

জীবনের সব ভারই ঘাড় থেকে যদি নেমে যায়,

সময় লিখবে আর জীবনের কোন পাদটীকা!

 

পরাভব মানবার ইতিহাস মানুষের নেই,

বিজয়ীর বেশে মানুষ নিশ্চিত ঘুরে দাঁড়াবেই।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ