টরেন্টোর সালাম শরীফ মারা গেছেন

ভোরের আলো রিপোর্ট: ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অব কানাডার সভাপতি মুক্তিযোদ্ধা সালাম শরীফ মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া—— রাজেউন)। প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে কানাডার টরেন্টোর একটি হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তার মৃত্যুতে আতঙ্ক নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটির মানুষদের মধ্যে। করোনায় প্রাণ হারানো মানুষকে শেষবারের মতো কাছ থেকে দেখতে যেতে পারছেন না স্বজনেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই পাওয়া যাচ্ছে স্বজন হারানো আকুতি ও তাঁদের নিয়ে সুখস্মৃতির আখ্যান।

অন্টারিওসহ কানাডার বিভিন্ন প্রদেশে বসবাসরত বাংলাদেশিদের সংখ্যা এক লাখের বেশি। নানা সূত্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, করোনায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা ৫০–এর বেশি। এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার টরেন্টো প্রবাসী আইটি প্রকৌশলী জামাল আলী, আশরাফুল ইসলাম ওমর ও মুক্তিযোদ্ধা তুতিউর রহমানসহ চার জন বাঙ্গালি মারা গেছেন।
এ পর্যন্ত কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ৮৮৪, এতে মৃত্যু হয়েছে ১৩১০ জনের। ওন্টারিও প্রদেশে এখনও পযন্ত নয় হাজার পাঁচশ ২৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৭৮ জন। তবে নোনাভাট এখনো করোনা মুক্ত প্রদেশ!

উল্লেখ্য, করোনায় বিশ্বে দেশ দেড় লাখ লোক মারা গেছে। সেই তালিকায় কানাডার অবস্থান তেরো।

 

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ