ড. নেয়ামত উল্যা ভূঁইয়া:
মানুষের সুখে মানুষ যদি হতো সখা,
মানুষের দুঃখে মানুষ হতো যদি দোসর,
পৃথিবীতে কতো সুখে বাঁধা যেতো ঘর!!
জীবন বিলিয়ে দিয়ে জীবনের জন্য,
মানুষ ভাবতো যদি ‘এ জীবন ধন্য’।
পরকে আপন রূপে করে যদি গণ্য,
একে হতো অপরের প্রিয় সহোদর-
পৃথিবীতে কতো সুখে বাঁধা যেতো ঘর!!
বেদনার ভারে কাঁদে যেই অভাজন,
সোহাগের আঁচলে তার মুছে দু’নয়ন।
প্রীতির বাঁধনে বেঁধে রাখি বন্ধন,
মমতায় ভরে দিলে তার অন্তর-
পৃথিবীতে কতো সুখে বাঁধা যেতো ঘর!!