অনলাইন ডেস্ক:
নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও জাতীয় নির্বাচন করছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৬৪ জন, এর মধ্যে মারা গেছেন ২২৫ জন।
তবে চীনের সন্নিকটে হওয়া সত্ত্বেও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ সফলতা দেখিয়েছে দেশটি। কার্যকরী পদক্ষেপ গ্রহণের কারণে আক্রান্ত ও মৃতের সংখ্যায় বড় আকারে বাড়তে দেয়নি।
করোনা সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেয়ার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করার এই সাহস দেখাতে পারল দক্ষিণ কোরিয়া।
দেশটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৪৪ মিলিয়ন। গত সপ্তাহান্তে ২৭ শতাংশের কাছাকাছি ভোটার প্রাথমিক নির্বাচনে অংশ নেয়।
এদিকে জাতীয় নির্বাচনে অন্তত দুই হাজার ৮০০ করোনা আক্রান্ত রোগী ভোট দিচ্ছেন। দেশটির নির্বাচন কমিশন জানায়, আক্রান্তরা মেইলের মাধ্যমে এবং ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থায় ভোট দিতে পারবে।
বুধবার সকাল ছয়টা থেকে প্রায় ১৪ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট দিচ্ছে মানুষ।
ভোটকেন্দ্রে আসতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, সেই সঙ্গে কেন্দ্রে প্রবেশের সময় সবার তাপমাত্রা মেপে দেখা হচ্ছে। যাদের তাপমাত্রা ৩৭.৫ এর উপরে তাদের জন্য রাখা হয়েছে বিশেষ বুথ।
(ভোরের আলো/ফআ)