যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা (এনএইচএস) এর এক-তৃতীয়াংশ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।
সরকারি হিসাবের বরাতে সিএনএন জানায়, ১৬ হাজার ৮৮৮ জন ডাক্তার, নার্স ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে তাদের মধ্যে ৫ হাজার ৭৩৩ জন আক্রান্ত হয়েছেন।
সম্প্রতি, চিকিৎসাকর্মীদের জন্য পর্যাপ্ত মানসম্মত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সরবরাহ করতে না পারায় ব্যাপক চাপের মুখে পড়তে হয়েছিল সরকারকে। স্বাস্থ্যকর্মীদের করোনা আক্রান্ত হওয়ার উদ্বেগে অবশেষে করোনা আক্রান্তের সংস্পর্শে আসা এনএইচএস কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সবার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।
এর আগে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, এনএইচএস কর্মী কিংবা তাদের পরিবারের কারো মধ্যে উপসর্গ দেখা দিলেই কেবল তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। তখন অবশ্য তিনি বলছেন, সমস্ত এনএইচএস কর্মীদেরই করোনা পরীক্ষা করা হবে।