চতুর্থ ধাপে তিন শতাধিক পরিবারে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে পড়া অসহায় তিন শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন। এর আগেও  অসহায় নিম্ন মধ্যবিত্তদের তালিকা করে বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর চতুর্থ ধাপে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও এবং বরইকান্দি ইউনিয়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আর.সি ইন্ডাস্ট্রিজ ও ভাই ভাই ফুডস প্রোডাক্টস এর প্রতিষ্ঠাতা, শিল্পপতি, আওয়ামী লীগ নেতা মরহুম আব্দুর রাজ্জাকের পরিবারের আর্থিক সহায়তায় প্রতিটি পরিবারকে চাল, পেঁয়াজ,  আলু,  সয়াবিন তেল, মসুর ডাল এবং আর.সি ইন্ডাস্ট্রিজ এর উৎপাদিত পণ্য দেওয়া হয় প্যাক করে ।
মরহুম আব্দুর রাজ্জাকের বড় ছেলে সিলেট মহানগরের ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, আর.সি ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ফখরুল হাসান ও ছোট ছেলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সহসভাপতি, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রকিবুল হাসান জুয়েল এর তত্ত্বাবধানে এসব খাদ্যসামগ্রী অসহায় পরিবারগুলোর বাড়িতে গিয়ে পোঁছে দেন। বিগত তিনটি ধাপের মতো এ ধাপেও কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মরহুম আব্দুর রাজ্জাকের মেঝো ছেলে কানাডা প্রবাসী সাপ্তাহিক ভোরের আলো মন্ট্রিয়ল ব্যুরো প্রধান মাহমুদুল হাসান রুবেল কানাডার স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য সেন্ট জেরম হাসপাতালে ২০০০ সার্জিক্যাল মাস্ক প্রদান করেন।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ