অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও তার নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ডোনার স্ট্যানলি চেরা নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিউইয়র্কের শীর্ষস্থানীয় রিয়েল স্টেট কোম্পানির মালিক স্ট্যানলি শনিবার মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে দ্য রিয়েল ডিল। এই প্রকাশনা থেকে অঙ্গরাজ্যটির রিয়েল স্টেট কোম্পানির খবর জানানো হয়।
ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউস থেকে রোববার স্টানলির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পলিটিকো। প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্যানলির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি একজন মুখপাত্র নিশ্চিত করেছেন।
সম্প্রতি ট্রাম্প সংবাদ সম্মেলনে জানান, তার এক বন্ধু ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে আছেন। তখন তিনি নাম প্রকাশ করেননি।
ট্রাম্প সেদিন বলেন, আক্রান্ত হওয়ার পর অবস্থা এতটাই খারাপ যে সে কোমায় চলে গেছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৪৮ হাজার ৫০৩, আর মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ১৮৫। এর মধ্যে আমেরিকায়ই প্রাণ গেছে ২২ হাজার ৭৩ জনের!
(ভোরের আলো/ফআ)