করোনা মোকাবিলায় জার্মানির হাসপাতাল, ক্লিনিক, জীবাণু শনাক্তকরণ গবেষণাগারগুলো দিনরাত কাজ করে যাচ্ছে। ডাক্তার এবং নার্সদের সাথে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে দেশটির কয়েক হাজার মেডিকেল শিক্ষার্থী। ২০ হাজারেরও বেশি মেডিকেল শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত টিম যুদ্ধ করে যাচ্ছে করোনাভাইরাসের সাথে। করোনায় সংক্রমিতদের চিকিৎসায় ডাক্তার এবং নার্সদের সাথে দিনরাত অবিরাম কাজ করে যাচ্ছেন তরুণ এই ছাত্রছাত্রীরা।
মাহামুদা খান বাঁধন দীর্ঘদিন থেকে বার্লিনে বসবাসরত মিজানুর হক খানের মেয়ে। মিজানুর হক খান জানিয়েছেন, বাঁধন মানবসেবায় নিজেকে নিয়োজিত করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। বাঁধনের এমন কর্মকাণ্ডে তিনি নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানান মিজানুর হক খান।