করোনাভাইরাস সংক্রমনে পুরো বিশ্বই এখন টালামাটাল। বৃটেনের অবস্থাও খারাপ হচ্ছে দিন দিন। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই অবস্থায় ঝূঁকি নিয়েই সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
বৃটেনে মহামারির হা্ত থেকে মানুষকে বাঁচানোর সংগ্রামেরত চিকিৎসাকর্মীঅদেরর পাশে দাঁড়িয়েছেন এক বাঙালি। তার নাম সুলতান আহমদ। তিনি নিজের প্রতিষ্ঠান নাজিম টেইকওয়ে থেকে ইংল্যান্ডে করোনা রোগীদের সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েল কর্ণোয়েল হসপিটালে দায়িত্বরত শতাধিক ডাক্তার নার্স ও স্টাফদের (NHS) প্রতি বুধবার ফ্রি খাবার প্রদান করছেন।
এ বিষয়ে আলাপকালে সুলতান আহমদ জানান, এই কঠিন সময়ে মানুষ হিসেবে আক্রান্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি, সেজন্য সপ্তাহে একদিন সাধ্যমত সেবাদানকারী ডাক্তারদের খাবার দিচ্ছি। আমি বিশ্বাস করি আমাদের বাঙালি কমিউনিটির যাদের এমন সহযোগিতা করার সুযোগ আছে তারা সবাই যার যার অবস্থান থেকে ইংল্যান্ড এবং সেই সাথে বাংলাদেশেও এমন সাহায্যের হাত বাড়িয়ে দেয়া দেবেন।
সুলতান আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা (লাম্বাবাড়ি’) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।