করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা ও সংলাপ প্রশিক্ষক অ্যান্ড্রু জ্যাক (৭৬)। মঙ্গলবার, ব্রিটেনের স্যুরে হাসপাতালে করোনার চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।
অ্যান্ড্রু জ্যাকের এজেন্ট জিল ম্যাককোলগের বরাতে বিবিসি জানায়, তার শরীরে কোনো লক্ষণ দেখা না যাওয়ায় শুরুতে আক্রান্ত হওয়ার বিষয়টি বোঝা সম্ভব হয়নি। মৃত্যুর দুদিন আগে স্বাস্থ্যপরীক্ষায় তার করোনা শণাক্ত হয়েছিল।
‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি, ‘সোলো: এ স্টার ওয়ারস স্টোরি’ ও ‘স্টার ওয়ারস: দ্যা ফোর্স অ্যাওকেনস’ চলচ্চিত্রে অভিনয় করেন অ্যান্ড্রু জ্যাক।
মূলত চলচ্চিত্রে চরিত্রের কণ্ঠ ও উচ্চারণের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন অ্যান্ড্রু। ৮০ টিরও বেশি ছবিতে তিনি রাবর্ট ডাউনি জুনিয়র, পিয়ার্স ব্রসনান, কেট ব্ল্যানচেটের মতো তারকাদের সঙ্গে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।