ভোরের আলো ডেষ্ক: আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার চিকিৎসক হিসেবে আবার রেজিস্ট্রেশন করেছেন। করোনা সংকটে সাহায্য করার জন্য তিনি প্রতি সপ্তাহের এক শিফটে কাজ করবেন।
রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রয়টার্সকে একথা জানানো হয়েছে।
রাজনীতিতে আসার আগে ভারাদকার সাত বছর চিকিৎসক হিসেবে কাজ করেছেন। ২০১৩ সালে মেডিকেল রেজিস্ট্রার থেকে তার নাম বাদ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, মার্চে তিনি পুনরায় রেজিস্ট্রেশন করেছেন এবং দেশের হেলথ সার্ভিস এক্সিকিউটিভ (এইচএসই) এর সহায়তার জন্য তার আয়ত্বে মধ্যে যে এলাকাগুলো রয়েছে সেখানে সপ্তাহে একবার চিকিৎসা দেবেন।
‘আপনার দেশের আপনাকে প্রয়োজন’ এই বার্তা দিয়ে গত মাসে স্বাস্থ্যমন্ত্রী সাইমন হ্যারিস করোনা মহামারি মোকাবিলায় হিমশিম খাওয়া স্বাস্থ্যসেবায় লোক নিয়োগের বিজ্ঞপ্তি দেন।
এইচএসই জানিয়েছে, ‘আয়ারল্যান্ডের ডাকে হাজির হোন’ উদ্যোগের পর তারা ৭০ হাজার প্রত্যুত্তর পেয়েছে এবং হাজারো স্বাস্থ্যসেবীর সাথে কথা বলেছে যারা আবার কাজে যোগ দিতে পারবে।
আইরিশ টাইমসের এক সংবাদ অনুযায়ী, ভারাদকার ফোনে স্বাস্থ্য নির্দেশনা দিচ্ছেন। যারা ভাইরাসের সংস্পর্শে এসেছে বলে ধারণা করা হচ্ছে তাদের প্রাথমিকভাবে ফোনে করণীয় সম্পর্কে বলে দেওয়া হচ্ছে।
ভারাদকার চিকিৎসক পরিবার থেকে এসেছেন। ডাক্তার এবং নার্স দম্পতির সন্তানের স্ত্রী, দুই বোন এবং তাদের স্বামীরাও স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন।