ভোরের আলো ডেষ্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রায় দিন দশেক আগে করোনায় আক্রান্ত হন তিনি। ১০ দিন কেটে গেলেও এখনও তার শরীরে উপসর্গ দেখা যাচ্ছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বান্ধবী ও হবু স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা নিতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারণ ১০ দিন কেটে গেলেও তার শরীরে উপসর্গ দেখা যাচ্ছে।
তিনিই প্রথম কোনোদেশের প্রধানমন্ত্রী যিনি এই ভাইরাসে আক্রান্ত হন। এর আগে ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ প্রিন্স চার্লসের শরীরে এই সংক্রমণ ধরা পড়ে। আপাতত তিনি সুস্থ হয়ে গিয়েছেন।
আক্রান্ত হওয়ার কথা দেশবাসীকে নিজেই জানিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানান, তার শরীরে উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপরই টেস্ট করেন তিনি। আর তাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তারপর বাড়িতেই সেল্ফ আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।