সাকের মোস্তাফা চৌধূরী
গত রবিবার যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ সংক্রমণ ব্যাধি বিশেষজ্ঞ ডাঃ এন্থোনি ফাউসি চলমান করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখ লোকের মৃত্যুর আশঙ্কা রয়েছে মর্মে সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি নোভেল করোনা ভাইরাসের বিস্তৃতিরোধে যুক্তরাষ্ট্রের সবাইকে সি,ডি,সি (সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেন্টিভ) কতৃক প্রদত্ত নির্দেশিকা মেনে চলার প্রতি গুরত্বারোপ করেন, যদিও ইতিপূর্বে হোয়াইট হাউস থেকে ঘোষণা দেয়া হয়েছিল যে এ সপ্তাহান্তে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্পর্কিত নিয়মকানুন কিছুটা শিথিল করা হবে।
গত রবিবার সংবাদসংস্থা সি,এন,এনের ‘স্টেটস অফ ইউনিয়ন’ নামক অনুষ্ঠানে প্রদত্ত সাক্ষাৎকারে ডাঃ ফাউসি বলেন, “যদিও এ মুহূর্তে নিশ্চিত করে কিছু বলাটা পুরোপুরি অসম্ভব, তবুও আপাতদৃষ্টে মনে হচ্ছে এ ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে এক থেকে দুই লাখ লোকের মৃত্যুর আশংকা রয়েছে।”
এ সতর্কবাণীটি এরকম এক সময়ে আসলো যখন করোনা ভাইরাসে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক লক্ষ পঞ্চাশ হাজার এবং মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। তিনি আরো বলেন, “এ ভাইরাসে মিলিয়ন মিলিয়ন মানুষের আক্রান্ত হবার সমূহ সম্ভাবনা রয়েছে।”
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিউ ইয়র্ক এবং এর আশেপাশের এলাকাগুলোকে কোয়ারেন্টাইনে রাখার পূর্ব সিদ্ধান্ত থেকে সড়ে এসেছেন। এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “ কোয়ারেন্টাইনের কোন প্রয়োজন হবেনা।”
গত শনিবার তিনি ঘোষণা করেন যে, করোনা ভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত নিউ ইয়র্ক থেকে ভাইরাস যাতে আর ছড়িয়ে না পরে সে লক্ষ্যে কোয়ারেন্টাইনের পরিবর্তে তিনি সি,ডি,সি-কে ভ্রমণ সংক্রান্ত নিয়মকানুনে আরও অধিক কঠোরতা অবলম্বনের জন্য নির্দেশ প্রদান করবেন।
সূত্র- দ্যা গার্ডিয়ান