চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে। শনিবার একদিনেই এই ভাইরাসে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৫৬ হাজার ৫৬৮।
এদিকে করোনাভাইরাস চীনের পর সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে ইতালিতে। দেশটির সরকারের কোনো উদ্যোগই করোনা প্রতিরোধ করতে পারছে না। ইতালিতে শনিবার ৩ হাজার ৪৯৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫৭ জন। এছাড়া শনিবার প্রাণঘাতি এই ভাইরাসে মারা গেছে ১৭৫জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৪১ জনে।