নারী ছাড়া সব কাজ যেমন অম্পূর্ণ; তেমনি সিনেমাও। চলচ্চিত্রে নারীরা একটা জায়গা নিজেদের করে নিলেও সেটার বিশালতা খুব বেশি নয়। এমন পরিস্থিতিতেও নারীকে প্রাধান্য নিয়ে কিছু কিছু সিনেমা নির্মিত হচ্ছে। নারীর অধিকার ও বাস্তব পরিস্থিতি, নারীর সংগ্রাম ও বীরত্বগাঁথা ইত্যাদি অনেক কিছুই তুলে ধরা হয়েছে সেসব চলচ্চিত্রে।
নারী কেন্দ্রিক সেরা ১০ ঢাকাই চলচ্চিত্র—
১. রূপবান (অভিনয়ে: সুজাতা)
২. সারেং বউ (অভিনয়ে: কবরী)
৩. গোলাপী এখন ট্রেনে (অভিনয়ে: ববিতা)
৪. সূর্য দীঘল বাড়ী (অভিনয়ে: ডলি আনোয়ার)
৫. ভাত দে (অভিনয়ে: শাবানা)
৬. হাঙর নদী গ্রেনেড (অভিনয়ে: সুচরিতা, অরুণা বিশ্বাস)
৭. নিরন্তর (অভিনয়ে: শাবনূর, ডলি জহুর)
৮. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (অভিনয়ে: তিশা)
৯. গেরিলা (অভিনয়ে: জয়া আহসান)
১০. সুতপার ঠিকানা (অভিনয়ে: অপর্ণা ঘোষ)
যে ১০টি বলিউড সিনেমা নারীদের প্রেরণা যোগাবে—
১. ইংলিশ ভিংলিশ (অভিনয়ে: শ্রীদেবী)
২. পঙ্গ (অভিনয়ে: কঙ্গনা রনৌত)
৩. থাপ্পড় (অভিনয়ে: তাপসী পান্নু)
৪. মরদানি (অভিনয়ে: রানি মুখার্জি)
৫. তুমহারি সুলু (অভিনয়ে: বিদ্যা বালান)
৬. মণিকর্ণিকা (অভিনয়ে: কঙ্গনা রনৌত)
৭. লিপস্টিক আন্ডার মাই বুরখা (অভিনয়ে: রত্না পাঠক, আহনা কুমরা, কঙ্কনা সেন শর্মা)
৮. ম্যারি কম (অভিনয়ে: প্রিয়াঙ্কা চোপড়া)
৯. পিঙ্ক (অভিনয়ে: তাপসী পান্নু, অমিতাভ বচ্চন)
১০. কুইন (অভিনয়ে: কঙ্গনা রনৌত)
হলিউডের যে ১০টি সিনেমা নারীদের কথা বলে—
১. কোকো বিফোর চ্যানেল (২০০৯)
২. আইরন লেডি (২০১১)
৩. হিডেন ফিগারস (২০১৬)
৪. বিকামিং জেন (২০০৭)
৫. ক্যারল (২০১৫)
৬. দ্য হেল্প (২০১১)
৭. এরিন ব্রকোভিচ (২০০০)
৮. দ্য পিয়ানো (১৯৯৩)
৯. লিটল ওমেন (২০১৯)
১০. দ্য ডে আই বিকেম অ্যা ওম্যান (২০০০)