যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। জরুরি অবস্থা ঘোষণার ফলে করোনা মোকাবিলায় অর্থ ছাড় সহজ হবে এবং চিকিৎসা সেবা ত্বরান্বিত হবে।
এর ফলে করোনাভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার ও স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সহায়তায় জরুরি ত্রাণ তহবিলের ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে পারবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
এছাড়া এতে মেডিকেল ইন্স্যুরেন্সের ওপর আরোপিত নিয়ম-নীতি শিথিল এবং নতুন হাসপাতাল ও করোনাভাইরাসের চিকিৎসার নতুন পথ অনুসন্ধানের পথ খুলবে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে এক হাজার ৭০১ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪১ জনের।
দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদক্ষেপ গ্রহণের পর প্রেসিডেন্টের এই জরুরি অবস্থার ঘোষণা আসল। ইতিমধ্যেই দেশটিতে অনুষ্ঠান বাতিল ও বড় জমায়েত নিষিদ্ধের পাশাপাশি স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। সংক্রমণ রোধে লোকজনকে বাড়িতে বসেই কাজ করতে বলা হয়েছে।
সূত্র: এনবিসি নিউজ।