হলিউড তারকা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, এলভিস প্রিসলির জীবনী নির্ভর এক সিনেমার শুটিংয়ের জন্য এই দম্পতি এখন আছেন অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। আপাতত সেখানেই তাদের আইসোলেশনে থাকতে হবে।
৬৩ বছর বয়সী টম হ্যাঙ্কস বুধবার ইন্সটাগ্রামে এক পোস্টে জানান,ঠাণ্ডা-জ্বরের মত উপসর্গ দেখা দেওয়ায় তারা দুজনেই পরীক্ষা করিয়েছিলেন, তাতে দুজনেরই করোনাভাইরাস ধরা পড়েছে।
অস্কারজয়ী এই অভিনেতা লিখেছেন, তাদের দুজনকে এখন পরীক্ষা করা হবে, পর্যবেক্ষণে রাখা হবে এবং সবার নিরাপত্তার জন্য যতদিন দরকার, ততদিন আইসোলেশনে থাকতে হবে। তবে সর্বশেষ পরিস্থিতি সবাইকে জানাতে তারা নিয়মিত পোস্ট দিয়ে যাবেন।
শতাধিক দেশে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস ১ লাখের বেশি মানুষকে আক্রান্ত করেছে, কেড়ে নিয়েছে ৪ হাজারের বেশি মানুষের প্রাণ। এ ভাইরাসের কারণে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ কে এখন মহামারী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১২২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে তিনজনের।