ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন আইনপ্রণেতা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। কারণ, কিছুদিন আগে তারা এমন একজনের সংস্পর্শে গিয়েছিলেন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত। ট্রাম্পও ওই আইনপ্রণেতাদের সংস্পর্শে গিয়েছিলেন। কিন্তু, তার করোনাভাইরাস পরীক্ষা করার প্রয়োজন নেই— এমনটিই বলছে হোয়াইট হাউস।
আজ মঙ্গলবার সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে একটি সম্মেলনে রিপাবলিকানের কয়েকজন আইনপ্রণেতা এমন একজনের সংস্পর্শে গিয়েছিলেন, যিনি করোনাভাইরাসে আক্রান্ত। এর পরেই তারা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান। ট্রাম্পও এদের মধ্যে দুইজনের সংস্পর্শে গিয়েছিলেন। কিন্তু, তার করোনাভাইরাস পরীক্ষার দরকার নেই, বলছে হোয়াইট হাউস।
এ ছাড়া, হোয়াইট হাউসের কর্মকর্তাদের পরবর্তী প্রধান মার্ক মিয়াডোজও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন। কারণ তিনিও গত মাসের ওই সম্মেলনে গিয়েছিলেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফানি গ্রিশাম বলেন, ‘ট্রাম্প করোনাভাইরাস পরীক্ষা করেননি। কারণ, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এমন কারো সংস্পর্শে তিনি যাননি। এ ছাড়া, ভাইরাসের কোনো লক্ষণও তার নেই।’
তিনি বলেন, ‘ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা ভালো। তার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখছেন।’
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২৮ জন। মারা গেছেন ২৬ জন। এ ছাড়া, বিশ্বব্যাপী আক্রান্ত ১ লাখ ১৩ হাজার ৩৫৮ জন, মারা গেছেন ৪ হাজার ৯ জন।