করোনাভাইরাসে পেছাল ‘নো টাইম টু ডাই’

 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে জেমস বন্ড সিরিজের নতুন ছবি নো টাইম টু ডাই এর মুক্তির তারিখ পেছানো হয়েছে।

 

 

গত বুধবার প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি ছবিটি সাত মাস পিছিয়ে এপ্রিলের পরিবর্তে নভেম্বরে মুক্তি দেওয়ার কথা জানান।

পরিবেশক এমজিএম ও ইউনিভার্সাল স্টুডিও জানায়, ১২ নভেম্বর যুক্তরাজ্যে এবং ২৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে নো টাইম টু ডাই

জেমস বন্ড সিরিজের ছবিগুলো আন্তর্জাতিক বাজারেই সবচেয়ে বেশি আয় করে আসছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ওই সিরিজের সর্বশেষ সিনেমা স্পেক্টার শুধু চীনেই ৮৪ মিলিয়ন ডলার আয় করেছিল।

করোনাভাইরাসের বিশ্বব্যাপী প্রাদুর্ভাবের কারণে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় চলচ্চিত্রটির প্রচারণাও বাতিল করা হয়েছে। গত সোমবার জেমস বন্ড সিরিজের ভক্তরা প্রযোজকদের উদ্দেশে খোলা চিঠিতে সিনেমার মুক্তি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানান।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ