অবশেষে গ্রেপ্তার করা হলো ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো আর তার ভাই রবার্তোকে। দুদিন আগে প্যারাগুয়ের পুলিশ জাল পাসপোর্টসহ আটক করে তাদের। আর শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় দু’জনকে। প্যারাগুয়ের জনপ্রশাসন মন্ত্রণালয় টুইট করেছে, ‘অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জাল কাগজ (জাল পাসপোর্ট) ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে।’ রোববার রোনালদিনহো আর তার ভাইকে আসুনসিওনের আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ভুয়া পাসপোর্ট বানিয়ে ব্রাজিল ছেড়ে প্যারাগুয়েতে যাওয়ার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে। প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে তাদের হোটেলে অভিযান চালিয়ে জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। প্যারাগুইয়ান পরিচয়পত্রও আছে! গত বৃহস্পতিবার হোটেলে তাদের জাল পাসপোর্ট জব্দ করলেও পুলিশ দুই ভাইকে গ্রেপ্তার করেনি।
পুলিশের জিজ্ঞাসাবাদের সময় দুই ভাই-ই বলেছেন, তারা প্রতারণার শিকার হয়েছেন। ব্রাজিলিয়ান পাসপোর্ট নিয়েই তারা আসুনসিওনগামী বিমানে উঠেছিলেন। কিন্তু বিমান থেকে নামার পরই তাদের ধরিয়ে দেয়া হয় প্যারাগুয়ের পাসপোর্ট।
৩৯ বছর বয়সী রোনালদিনহো আর তার ভাইকে প্যারাগুয়েতে নিয়েছেন সেখানকার এক ক্যাসিনোর মালিক। প্যারাগুয়েতে একটি ফুটবল ক্লিনিকেও যাওয়ার কথা ছিল ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহোর। প্যারাগুয়ের গণমাধ্যম জানায়, আসুনসিওনের বিমানবন্দরেই রোনালদিনহোর জাল পাসপোর্টের ব্যাপারটি ধরা পড়ে। কিন্তু তাকে বরণ করতে বাইরে অপেক্ষমাণ জনতার ঢল আর তার প্রতিশ্রুতি দেয়া প্রচারণামূলক অনুষ্ঠানগুলোর কথা ভেবে তখন তাকে আটকায়নি পুলিশ। অনুষ্ঠানগুলোর বেশির ভাগ শেষ হওয়ার পর শুক্রবার তার হোটেলে অভিযান চালানো হয়। ২০০৪ ও ২০০৫’র ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো আর তার ভাইকে ‘ভুল শোধরানোর’ সুযোগ দেয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করেছিলেন প্যারাগুয়ের সরকারি কৌঁসুলি দেলফিনো। কিন্তু আরেক সরকারি কৌঁসুলি সেটিতে আপত্তি জানানোর পর অ্যাটর্নি জেনারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এমনিতে ব্রাজিলিয়ানদের প্যারাগুয়ে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে না। এরপরও কেন প্যারাগুয়ের জাল পাসপোর্ট নিয়েছেন, সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি এসি মিলান ও বার্সেলোনার সাবেক তারকা রোনালদিনহো।