বঙ্গবন্ধুর তর্জনী

 

৭ই মার্চ এলেপরে সবচেয়ে বেশী মনে ভাসে,

বঙ্গবন্ধুর তর্জনীটা, বিশ্ববাসীর চোখে জাগে।

ভাষার মাসের আন্দোলনে জেলখানার সেই চিঠিটি,

লিখেছিলে তুমিই সেদিন সেখানেও তর্জনীটি ।

ছয় দফার আন্দোলনে লিখতে হোল কত কথা,

তোমার হাতের তর্জনীটি লিখে দিলো স্বাধীনতা ।

৭১ এর ৭ই মার্চ জনসমুদ্রের রমনা পার্ক,

সেখানেও তর্জনীটা আকাশ ভেদী দিলো হাক।

তর্জনীর ঔই নির্দেশনায় বাঙ্গালীরা বুঝে গেল,

পাকীর সাথে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করো।

মুজিবকে নিয়ে ষড়যন্ত্রে যারা ছিল উচো,

তর্জনীটা দেখলেই তারা হয়ে যেত সুচো ।

 

লিখেছেন রনজিত মজুমদার,  মন্ট্রিয়ল,কানাডা

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ