কুইবেকের ইতিহাসে সর্বোচ্চ লটারি জিতলেন ২২ বছরে জর্জি ম্যাথিউ। তিনি কুইবেক এর লেভিস এর অধিবাসী। সে এলাকার আইজিএ এক্সট্রাতে কাস্টমারদের পণ্য ব্যাগে ঢুকানো তার কাজ ছিল। তার অতি পুরাতন গাড়িটি ব্যবহারের অনুপযুক্ত হয়ে কয়েকদিন ধরে আইজিএ’র পার্কিং এ বরফের নিচে ঢাকা। তারপর কাজে এসে তিনি যখন তার লটো ম্যাক্স এর টিকেটটি পরীক্ষা করে দেখলেন তিনি ৭০ মিলিয়ন ডলার জিতেছেন তখন তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তার পরিবারের সদস্যরা এসে তাকে নিয়ে যেতে হলো। জয়ী হওয়ার পর তার প্রথম কথা ছিলো নতুন একটা গাড়ি কিনতে হবে। লটো ম্যাক্সের ৫০ বছর পূর্তি উপলক্ষে জর্জি ম্যাথিউ এর ৭০ মিলিয়ন ডলার জেতাটা ভালো একটা প্রচারণা হলো।