আলতাফ মাহমুদ; আমাদের একজন

মাসুদ পারভেজ:

আমি সবিশেষ অনুরোধ করেছিলাম;
মুক্ত করে দিতে।
আজাদী চেয়েছিলাম গোলামি থেকে
মুক্ত আকাশে বিহঙ্গের মত উড়ে যেতে যেতে
নীলের সাথে শাদার মিশেলে:
আমি এক আজব প্রাণ নিয়ে দাবি জানিয়েছিলাম;
মহৎ প্রাণের।
আমার সাহসের সাথে মিশেছিল বুনো মোহ
নানা চড়াই উতরাই পেরিয়ে হানা দিয়েছি
আজন্মসাধের প্রাণকে মুঠোয় পুরে ঘুরেছি এ প্রান্ত ও প্রান্ত। ভেবেছি এ কালোসময় ফুরিয়ে আসবে।
আর রাঙাভোরে আমরা যাত্রী হবো শাদামেঘে সওয়ার
হয়ে, উড়েউড়ে আবেশ ছড়াবো…

এখন অন্তিমসময় উপস্থিত। আমার মহৎপ্রাণের দাবি
আবারও জানিয়ে গ্যালাম।
হে পথিকগণ,
সূর্যোদয়ে আমার কথাও মনে করো;
ঊষার যাত্রীবাহী ট্রামে আমার ভালোবাসা লেগে আছে।

 

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ