লিখেছেন শাকের মাহমুদ আরব আমিরাত থেকে
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের শারজায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউপির সামাজিক সংগঠন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ’র উদ্যোগে কানাডা প্রবাসী সাংবাদিক, তরুণ সমাজ সেবক ও শরীফগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান জয়নাল আবেদীন জামিলকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ফখর উদ্দিন ও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আছাদ আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জয়নাল আবেদীন জামিল তিনি বলেন, শরিফগঞ্জ ইউপির আমিরাত প্রবাসীদের ভালোবাসায় আমি মুগ্ধ। গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন হচ্ছে আমাদের শরীফগঞ্জ।বাংলাদেশের চালিকাশক্তি হচ্ছে প্রবাসী। প্রবাসীদের চিন্তাভাবনায় দেশের উন্নয়ন। সামর্থ্যবান প্রবাসীরা যদি নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসে তাহলে আগামি কয়েকবছরের মধ্যে দেশ আরো অনেক উন্নত হবে।বিশেষ করে শিক্ষা খাতে প্রবাসীদের ভূমিকা আরো বেশি হওয়া প্রয়োজন।
এই এলাকার উন্নয়নে সব সময় প্রবাসীরা এগিয়ে এসেছে। গোলাপগঞ্জ উপজেলার অন্যান্য ইউপির তুলনায় আমরা অনেকটা পিছিয়ে আছি। কিন্তু পিছিয়ে থাকার সময় আর নেই। সচেতন শরীফগঞ্জবাসী তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে নতুন করে এলাকাকে গড়তে চায়। উন্নয়নের লক্ষ্যে শিক্ষার বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরোও বলেন, আমাকে অনেকেই জনপ্রতিনিধি হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। আমি বলি, আমার জনপ্রতিনিধি হওয়ার নিজস্ব কোন ইচ্ছে নেই কিন্তু এলাকার স্বার্থে আপনাদের পাশে আছি এবং থাকব। আপনারা চাইলে যেকোনো সিদ্ধান্ত মেনে নিয়ে শরীফগঞ্জের মাটি ও মানুষের জন্য কাজ করবো।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাতের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কুয়েত প্রবাসী এমরান হোসেন, গোলাপগঞ্জ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক শামসুল ইসলাম মুন্না, চুনু নিয়া, আজাদ লালন, সিলেট বিভাগীয় সমাজ কল্যান সংস্থার সভাপতি আব্দুল হক চৌধুরী শায়েস্তা, দেলোওয়ার হোসেন দিলু, আনোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন রুফ, খালেদ আহমদ, খটলি পাড়া রাস্তা বাস্তবায়ন পরিষদের আহবায়ক জাহেদ আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কুদ্দুছ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসেন আহমদ, মোরাদ, জবরুল ইসলাম, হাফিজ আহমদ,মোহাম্মদ শাফি, সাগর আহমদ ফুলু, মোহাম্মদ হোসেন, মুতাহির আলী, রেহান উদ্দিন, নজরুল ইসলাম বাবুল মিয়া, শরিফ আহমদ, আলী হোসেন, শাকের মাহমুদ,ফখরুল ইসলাম, আরমান, বাবুল, আবু বাকর, মুতাহির আলী, আনোয়ার হোসেন প্রমূখ।
আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ ইউনিয়ন উন্নয়ন পরিষদের সকল সদস্য ও অতিথিরা।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আজহার আহমদ।