শিশুদের স্মার্টফোনের আসক্তি এখন বড় দুশ্চিন্তার বিষয় অনেক মা-বাবার কাছে। পড়াশোনায় পিছিয়ে পড়া থেকে শুরু করে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতির জন্য দায়ী এই আসক্তি।
জি নিউজ জানায়, শিশুকে নিয়ে অভিভাবকদের এমন উদ্বেগ কমাতে বিখ্যাত মোবাইল নির্মাতা সংস্থা অ্যাপল নিতে আসছে নতুন উদ্যোগ।
অ্যাপলের দুই বিনিয়োগকারী কোম্পানিটিকে অনুরোধ জানিয়েছেন, শিশুদের স্মার্টফোনের আসক্তি থেকে রক্ষা করতে। অ্যাপলের বিনিয়োগকারীরা ‘ডিজিটাল লক’ চালু করার জন্যও আবেদন জানিয়েছেন।
ফলে অ্যাপল এমন একটি সফটওয়্যার নিয়ে আসছে, যা ঠিক করে দেবে শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময়সীমা। শিশুরা কতটুকু সময় স্মার্টফোনে কাটাতে পারবে সেটি ঠিক করে দেবে এই ডিজিটাল লক।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনের প্রতি কিশোর-কিশোরীদের এমন আকর্ষণ যে, মোবাইল ফোনে মেসেজ এলে সঙ্গে সঙ্গেই তার জবাব দিতে হবে তাদের। যার ফলে আসক্তি ক্রমশ বাড়ে।
এমন উদ্বেগজনক পরিস্থিতিতে অ্যাপলের এই ‘ডিজিটাল লক’-এর পরিকল্পনা বেশ সাড়া ফেলেছে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের সামাজিক মনোবিজ্ঞানের অধ্যাপক সোনিয়া লিভিংস্টোন জানান, অ্যাপলের এই উদ্যোগ শুনে তিনিও খুশি হয়েছেন।