রাষ্ট্রদ্রোহের মামলায় ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক-শিক্ষার্থী শারজিল ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনবিরোধী আন্দোলনের প্রথম সারির সংগঠক হিসেবে ইতিমধ্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন শারজিল।
আজ (২৮ জানুয়ারি) বিহার রাজ্যের জেহেনাবাদের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দিল্লির শাহিনবাগে বর্তমানে যে অবস্থান ধর্মঘট চলছে সেটির অন্যতম সংগঠক শারজিল।
শারজিলকে না পেয়ে তার ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল পুলিশ। এর কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয় তাকে।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শারজিলের একটা ভিডিও ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মন্তব্য করায় তখন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তোলে হিন্দুত্ববাদীরা। শারজিল ভারত থেকে আসাম, মণিপুর, অরুণাচল ও উত্তরপ্রদেশসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার আহ্বানও জানিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
এসবের জেরেই শারজিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটি অস্বীকার করেছেন তার পরিবারের সদস্যরা।