ফুটবল মাঠেই কোবি ব্রায়ান্টকে স্মরণ করলেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমার। কাল রাতে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে গোল করার পর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত মার্কিন বাস্কেটবল কিংবদন্তিকে স্মরণ করে উদ্যাপন করেছেন।
পিএসজি-লিল ম্যাচ চলার সময়েই খবর আসে ব্রায়ান্টের নিহত হওয়ার। এর আগেই ফ্রিকিক থেকে পিএসজির ২-০ গোলের জয়ের প্রথমটি করে ফেলেছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করার পর নেইমার এক হাতে দুটি ও অন্য হাতের চারটি আঙুল উঁচিয়ে ধরেন। লস অ্যাঞ্জেলেস লেকার্সে ব্রায়ান্ট ২৪ নম্বর জার্সি পরতেন সেটিই মনে করিয়ে দিলেন নেইমার।
ম্যাচের পর টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাসকে নেইমার বলেন, ‘বিরতির সময়ে খবরটা শুনি। শুধু বাস্কেটবল সমর্থকদের জন্য নয়, পুরো বিশ্বের ক্রীড়াঙ্গনের জন্য খুব বেদনাদায়ক সময় এখন। ’
ব্যক্তিগতভাবেই ব্রায়ান্টের সঙ্গে জানাশোনা ছিল নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখাও করেছেন এনবিএ ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ স্কোরারের সঙ্গে। ব্যক্তিগত সম্পর্কের কারণেই বেশি মুষড়ে পড়েছেন নেইমার, ‘আমি তাঁকে চিনতাম। (এভাবে) উদ্যাপনটা তাঁর জন্যই। চির শান্তিতে থাকুন তিনি।’