করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী বন্যপ্রাণী বেচাকেনা নিষিদ্ধ করেছে চীন।
দেশটির বাজার পর্যবেক্ষক, কৃষি মন্ত্রণালয় ও বন বিভাগের যৌথ বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশ জুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বাজার, সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং অনলাইন বিক্রয় প্লাটফর্ম থেকে বন্যপ্রাণী বেচাকেনা নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, দেশের যেসব স্থানে বন্যপ্রাণীর প্রজনন ঘটানো হয়, সেসব এলাকা নিয়ন্ত্রণের আওতায় আনা উচিত এবং বন্যপ্রাণী পরিবহণও নিষিদ্ধ করা উচিত।
আজ (২৬ জানুয়ারি) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ইতোমধ্যে চীনে এ ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৫৬ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ২০০০ মানুষ। ভাইরাসটি একজন থেকে আরেকজনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।