দোয়া ও সহযোগিতা চাইছি

আমি সুলতানা শিরীন সাজি।
দুইমাস পার হলো আমাদের জীবনটা নড়ে গেছে আবারো ! নভেম্বর ১২, ২০১৯ এ Colonoscopy তে আমার husband (মান্নান মোহাম্মদ মিঠু’র) তৃতীয়বার ক্যান্সার ধরা পড়ে। দুইবার ক্যান্সার সারভাইভর সে। ২০০৩ এ কোলন এবং ২০০৯ এ স্টোমাক। প্রথমবার তিন বছর পেটব্যথা এবং ওজন কমা ছাড়াও অনেক symptoms ছিল। দ্বিতীয়বারের ফলোয়াপের মধ্যেই একটা Tumour অপারেশন করতে যেয়ে ডাক্তার Stomach এ টিউমার পান ২০০৯ এ। সেটা ক্যান্সার ছিল। কিমো এবং রেডিয়েশনের পর ৫ বছর ফলোয়াপ চলে এবং ২০১৪ তে Cancer Free বলে Ottawa Cancer Centre থেকে বের করা হয়। এরপর চলছিল জীবন। আনন্দে! বেঁচে থাকার অপার আনন্দ নিয়ে। কিন্তু আবার ও থেমে পড়া। এবং এবার কোন symptoms ছাড়া। ক্যান্সার যেনো বুঝে গিয়েছিল এই মানুষটা একটা Fighter.

 

Onchologist দুইটা treatment বলেছে।
Chemotherapy আর Immunotherapy.
Chemotherapy শুরু হয়েছে ৭ জানুয়ারী থেকে।

Immunotherapy govt. approved কিন্তু এর জন্য Canada’র Ontario তে কোন Funding নাই।
৬ মাস Immunotherapy এর জন্য প্রায় ১২০ হাজার ডলার(Canadian) দরকার। Specifically, the immunotherapy drugs he suggested are Nivolumab and Ipilimumab.

আমার পাশে আমার বন্ধুরা দাঁড়াতে চাইছে। আমি চাইছি সারা পৃথিবীর সব বন্ধু এবং আত্মীয়দের দোয়া এবং সহযোগিতা। যার যতটুকু সম্ভব। আমাদের বেঁচে থাকার এই যুদ্ধে সবাইকে পাশে চাইছি।
সবাই মিলে আমরা পারবো রাশীক ও রাইয়ান এর বাবার চিকিৎসা করাতে। ও যেনো আবারো ভালো হয়ে ওঠে। রাশীকের বউমাসহ আমরা যেনো আনন্দে সময় কাটাতে পারি। রাশীকের বাবা আমাকে ডেকে যেনো বলে, অনেক দিন কবিতা,গল্প লিখছোনা। এমন করলে নোবেল প্রাইজ কি করে পাবে ? আর একথা শুনে আমি হাসতে হাসতে গড়াগড়ি যাই।
প্রার্থনায় আছি। সব যেনো সহজ হয়। সবার দোয়া চাইছি।
আমাদের মা বলতেন যারা আত্মার কাছে থাকে তারাই আত্মীয়। আমি আশায় আছি। সবার সহযোগিতার। আমাদের যা আছে তা নিয়ে আমরা চিকিৎসা শুরু করছি।
ভালোবাসা বন্ধুরা। তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি। আমরা যেনো তোমাদের সবার সহযোগীতায় এই চিকিৎসা চালিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসাতেই, পাশে থাকাতেই আবারো ‘বেঁচে থাকা যে দারুণ ব্যাপার’ তা প্রমাণিত হবে।

Email:shazi19@gmail.com (e-transfer)

Bank Account :
Sultana Shirin
CIBC Bank
00706-85-24890
Chequing account
Tel: 613 355 8684

_______________________________________________________________________

মাহমুদুল হাসান রুবেল : সুলতানা শিরিন সাজী আপুকে ব্লগের সূত্র ধরে পরিচয় ২০০৮ সাল থেকে। ২০০৯ সালে আমরা ব্লগাররা ছোট্ট শিশু উপমার হার্টের চিকিৎসার জন্য প্রায় চার লক্ষ টাকার তহবিল

২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি উপমার সাথে ব্লগারদের একাংশ

সংগ্রহ করি। সে বছরের ১৩ ফেব্রুয়ারি সুলতানা শিরিন সাজী আপু ঢাকার একুশে বইমেলাতে আমাদের বুথে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সব সময় হাসি-খুশি এই মানুষটার হাসি যেন থাকে- সে চেষ্টাটা আরেকবার করি আমরা। জয় হোক মানবতার, ভালোবাসার, বন্ধুত্বের।

এমন আরো সংবাদ

একটি উত্তর দিন

দয়া করে আপনার মন্তব্য লিখুন !
দয়া করে এখানে আপনার নাম লিখুন

সর্বশেষ সংবাদ