Quebec’ Office de la protection du consommateur (OPC) সূত্রে জানা যায়, কুইবেকের ভোক্তারা ২০১৯ সালে সবচেয়ে বেশি অভিযোগ করেছেন Groupe Brault et Martineau এর বিরুদ্ধে। মোট ৭৩৩ টি। এরপর আছে ফার্নিচার প্রতিষ্ঠান ব্রিক। তাদের বিরুদ্ধে ৩১৯ টি অভিযোগ দেন ভোক্তারা। তৃতীয় স্থানে বেল কানাডা (মোট অভিযোগ ৩১৪), চতুর্থ স্থানে বেস্টবাই (মোট অভিযোগ ৩০৯), ৫ম স্থানে স্যামসাং (মোট অভিযোগ ২৮১), ৬ষ্ঠ স্থানে Whirlpool (মোট অভিযোগ ২৫১), ৭ম স্থানে এলজি (মোট অভিযোগ ২১৬), ৮ম স্থানে Maison Éthier (মোট অভিযোগ ১৭৯), ৯ম স্থানে ভিডিওট্রন (মোট অভিযোগ ১৭৮) এবং ১০ম স্থানে ওয়ালমার্ট (মোট অভিযোগ ১৭১)।