সদ্য প্রয়াত বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এবং বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরী স্মরণে ১ জানুয়ারি (বুধবার) দুপুর ২টার সময় টরন্টোর রেডহট তান্দুরী রেস্টুরেন্টের হল রুমে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও, কানাডা আয়োজন করে এক শোক-স্মরন সভা।
ফাউন্ডেশনের সভাপতি নওয়াজ চৌধুরী সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী লিটনের পরিচালিত শোক সভায় গোলাপগঞ্জ থানার কৃতি সন্তান সাবেক প্রধান বিচারপতি মরহুম মাহমুদুল আমীন চৌধুরী এবং বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাক এর প্রতিষ্টাতা মরহুম স্যার ফজলে হাসান আবেদ এর সাফল্যজনক কর্মময় জীবনের উপর আলোচনা ও বাংলাদেশের সমাজ ব্যাবস্থার উন্নয়নে উনাদের অবদান এর উপর বিশেষ আলোচনা করা হয়।
শোক সভায় স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা জনাব আব্দুর রহমান, ভাসানী স্মৃতি পরিষদ, টরন্টোর সভাপতি জনাব আখলাক হোসেন, জালালাবাদ বার্তার নির্বাহী সম্পাদক জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব সাদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রফেসর জনাব মাসুক মিয়া, ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি জনাব মঈন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর নির্বাহী সহ-সভাপতি জনাব ফয়জুল হক চৌধুরী, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক জনাব এবাদ চৌধুরী, হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক জনাব রাফি চৌধুরী ব্র্যাক এর সাবেক কর্মকর্তা জনাব আখনুর আলী, সংস্থার কার্যকরি পরিষদের সদস্য জনাব মিসবাউল কাদির ফাহিম, জনাব সবিন চৌধুরী এবং জনাব রুমেল চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সহ-সভাপতি আনই মিয়া, জানু মিয়া, রেহান উদ্দিন,মিজানুর রহমান, হেলাল উদ্দিন, মিশকাত চৌধুরী, মঞ্জুর আহমেদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
সংস্থার যুগ্ম-সম্পাদক জনাব ছাব্বির আহমেদ শাহিন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শোকসভায় সংস্থার উপদেষ্টা জনাব মঈন উদ্দিন চৌধুরীর বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে মরহুমদ্বয়ের আত্মার মাগফেরাত কামনাসহ সকলের মঙ্গল কামনা করা হয়। তাছাড়া, সম্প্রতি সংস্থার সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ এর পিতৃবিয়োগে উনার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয় এবং গত সাত মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন জালালাবাদ বার্তা সম্পাদক রুহুল চৌধুরীর ছেলে রাদিউল বারী চৌধুরী (রাদি)’র জন্যও দোয়া প্রার্থনা করা হয়।
সভার সভাপতি জনাব নওয়াজ চৌধুরী সাজু সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে সংস্থার পক্ষ থকে উপস্থিত অতিথিবৃন্দের জন্য মধ্যান্নভূজের আয়োজন করা হয়।