বেটেলজিউস নামের দৈত্যাকার নক্ষত্রটি বেশ কিছুদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, সামনের দিনগুলোতে এটি আরও বিশালাকার হয়ে উঠবে। তবে এ আচরণ নক্ষত্রটির একটি স্বাভাবিক দশাও হতে পারে বলে মনে করছেন তারা।
গত ৮ ডিসেম্বর ভিলানোভা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এড গুইনান বেটেলজিউসের গতিবিধি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। তিনি জানান, নক্ষত্রটি তার উজ্জ্বলতা হারাচ্ছে। এটি স্বাভাবিকের তুলনায় ২ দশমিক ৫ গুণ বেশি দুর্বল হয়ে পড়ছে। বেটেলজিউস একসময় মহাকাশের নয়টি উজ্জ্বল নক্ষত্রের একটি ছিলো। বর্তমানে এটি ২৩ নম্বরে অবস্থান করছে।
অধ্যাপক এড গুইনান আরও জানান, বেটেলজিউস এতোটাই বিশাল যে, এর গতিবিধি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা মুশকিল। নক্ষত্রটির বয়স প্রায় ৯০ লাখ বছর। সাধারণত এ ধরনের দৈত্যাকার নক্ষত্রগুলো এক কোটি বছরের বেশি বাঁচে না।
“আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি আকৃতি বদলাচ্ছে। যদি সত্যিই এটি আকারে আরও বড় হয়, তবে রৌদ্রোজ্জ্বল দিনের বেলাতেও এ উজ্জ্বল নক্ষত্রটিকে আমরা দেখতে পাবো,” বলেন তিনি।