সুহেল ইবনে ইসহাক: গত ১৭ই নভেম্বর ২০১৯ রবিবার বিকাল ৫-৩০ ঘটিকায় ২৩৭ সেকভিল স্ট্রিট, বুলগেরিয়ান চার্চ রিজেন্ট পার্কে বিয়ানীবাজার সামাজিক ও সংস্কৃতি সমিতি টরনটো, অনটারিও, কানাডা এর উদ্যোগে এক ইসলামিক আলোচনা সভা এবং কানাডাতে বিয়ানিবাজারের বংশদ্ভুত কোরানে হাফিজগনের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিয়ানীবাজার সামাজিক ও সংস্কৃতি সমিতি
টরনটো, অনটারিও, কানাডার সভাপতি টুনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে “ইসলামে পিতামাতাকে এবং অন্যকে শ্রদ্ধা ” বিষয়ে মুফতি মোহাম্মদ আসলাম উদ্দিন আল আজহারী ণ্ডরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন । এবং “অমুসলিম পরিবেশে মুসলমানদের চ্যালেঞ্জসমূহ” বিষয়ে আলোচনা পেশ করেন অতিথি বক্তা ইমাম ইরশাদ ওসমান । উক্ত আলোচনা সভায় টরোন্টোর বিভিন্ন প্রান্ত হতে ইসলাম প্রিয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ স্বপরিবারে উপস্থিত থেকে আলোচনা ও হাফিজগণের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেন। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন , মাওলানা আব্দুল বাসিত, ডেনফোর্থ ইসলামিক সেন্টারের ইমাম হাফিজ মাওলানা ফারুক আহমদ , মাওলানা ইউসুফ প্রমুখ। ।হল ভর্তি উপস্থিতি গভীর মনোযোগের সহিত অতিথিবৃন্দের আলোচনা শুনেন।
যে সকল হাফেজবৃন্দদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় তারা হলেন : কাইস মুহাম্মদ আজাদ, ফায়েজ মহম্মদ আজাদ , জাবিরুল হক ,তানহার হোসাইন , সাফফাত হোসাইন, আশরাফুল আমিন মজুমদার, জান্নাতুল নায়েব মজুমদার, আসিফুর রহমান, আজওয়াদ হোসাইন, মেহেদী আর. খান ও আব্দুর রহমান ।হল ভর্তি উপস্থিতি গভীর মনোযোগের সহিত অতিথিবৃন্দের আলোচনা শুনেন।
ইশার নামাজের পর দেশ ও জাতির উন্নতি কামনা এবং দেশে বিদেশ অনেকে আত্মীয় স্বজনের রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আসলাম উদ্দিন আল আজহারী । রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।