বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্টেজ শো, টিভি অনুষ্ঠান ও নতুন গান নিয়ে চলছে তার ব্যস্ততা। সর্বশেষ নিউজ টুয়েন্টি ফোরের ‘তারায় তারায়’ অনুষ্ঠানে দেখা গেছে তাকে। এদিকে চলতি ডিসেম্বরে প্রায় হাফ ডজন শো নিয়ে ব্যস্ত থাকতে হবে ন্যান্সিকে। খুব শিগগিরই প্রকাশ হবে প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে গাওয়া ন্যান্সির দুটি গানও। গান দুটির শিরোনাম ‘ও হাওয়া এই বুকের নিঃশ্বাস নিয়ে যাও তার বুকে’। আরেকটির নাম ‘উড়তে উড়তে যারে পাখি’। দুটি গানই রিজভী ওয়াহিদের সঙ্গে গেয়েছেন তিনি।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুবার্ষিকীতে গান দুটি প্রকাশের কথা রয়েছে। ন্যান্সি বলেন, বুলবুল চাচা নেই, কিন্তু তার সুর করা দুটি গানে কণ্ঠ দিতে পেরে আমি বেশ আনন্দিত। রিজভী ওয়াহিদের সঙ্গেই গেয়েছি দুটি গান। এগুলো ভিডিওসহ প্রকাশ হবে সামনে। এর বাইরে আরো কয়েকটি নতুন গানের কাজ রয়েছে। সামনে সেগুলোতে কণ্ঠ দেবো। সত্যি বলতে নতুন গান নিয়ে আমার তাড়াহুড়া নেই। ভালো কাজগুলোই কেবল করে যেতে চাই সুন্দরভাবে। নতুন গান ছাড়াওতো শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। এদিকে কিছুদিন আগেই হাবিব ওয়াহিদের সঙ্গে করা আগের দুটি গান নতুন ভাবে প্রকাশ হয়েছে ন্যান্সির। ‘ঝরা পাতা’ ও ‘তুমি যে আমার ঠিকানা’ শীর্ষক এ দুটি গানের ভিডিওতেও দেখা গেছে হাবিব ও ন্যান্সিকে। অন্যদিকে চলচ্চিত্রের গানের ব্যস্ততা প্রসঙ্গে ন্যান্সি বলেন, এখন ছবির সংখ্যা কমে গেছে। গানের সংখ্যাও কমে গেছে। আগের মতো আর অবস্থা নেই। তারপরও চলচ্চিত্রে কিছু নতুন গান গাওয়া হয়। সেরকম কয়েকটি গান গাওয়া আছে, সেগুলো সামনে প্রকাশ হবে। আরো কয়েকটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে। ব্যাটে বলে মিললে সেগুলো করে ফেলবো।