কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স সাক্ষী হলো আরেকটি ঐতিহাসিক মুহূর্তের। শুক্রবার (২২ নভেম্বর) ঘণ্টা বাজিয়ে উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরুর বার্তা ছড়িয়ে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি বলের প্রথম টেস্ট শুরুর আগে মাঠে দেখা গেল শেখ হাসিনা ও মমতাকে। তাদের সঙ্গে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও।
মাঠে দুই দলের সঙ্গে পরিচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতে দেখা যায় তাকে।
ঘণ্টা বাজানোর সময় শেখ হাসিনা ও মমতার পাশে ছিলেন ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দুই প্রধান সৌরভ গাঙ্গুলি ও নাজমুল হাসান পাপনও।