কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স সাক্ষী হলো আরেকটি ঐতিহাসিক মুহূর্তের। শুক্রবার (২২ নভেম্বর) ঘণ্টা বাজিয়ে উপমহাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্ট শুরুর বার্তা ছড়িয়ে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার গোলাপি বলের প্রথম টেস্ট শুরুর আগে মাঠে দেখা গেল শেখ হাসিনা ও মমতাকে। তাদের সঙ্গে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও।
![eden toss](https://i0.wp.com/assetsds.cdnedge.bluemix.net/bangla/sites/default/files/styles/very_big_2/public/news/images/2_28.jpg?w=696&ssl=1)
মাঠে দুই দলের সঙ্গে পরিচিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছু সময় কথা বলতে দেখা যায় তাকে।
![eden gardens](https://i0.wp.com/assetsds.cdnedge.bluemix.net/bangla/sites/default/files/styles/very_big_2/public/news/images/eden_gardens.jpg?w=696&ssl=1)
ঘণ্টা বাজানোর সময় শেখ হাসিনা ও মমতার পাশে ছিলেন ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দুই প্রধান সৌরভ গাঙ্গুলি ও নাজমুল হাসান পাপনও।
![eden hasina india](https://i0.wp.com/assetsds.cdnedge.bluemix.net/bangla/sites/default/files/styles/very_big_2/public/news/images/4_18.jpg?w=696&ssl=1)