গত ১০ নভেম্বর রোববার ৩০১৬ ডেনফোর্থ এভিনিউর হল রুমে কানাডা বিএনপি’র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ডঃ সিরাজুল হক চৌধুরী। আলোচনা সভার সভাপতিত্ব করেন আহাদ খন্দকার। সভা পরিচালনা করেন মমিনুল হক মিলন। সভায় বক্তব্য রাখেন মাহবুব উর রব চৌধুরী, মিসেস মালিহা মনসুর, এজাজ আহমেদ খান, এস তপন মাহমুদ, নুরুল ইসলাম, জাকির খান, এম এইচ মামুন, নাজমা হক, মইন চৌধুরী, মোঃ মকবুল হোসেন, জাকারিয়া রশীদ চৌধুরী, আবু জহির মোঃ সাকিব, সাহিদুর রহমান, ডঃ সিরাজুল হক চৌধুরী, নাইম আহমেদ, তাহমিনা আক্তার চৌধুরী, ইমন চৌধুরী, সজীব রায়, খালেদ আহমদ, লিটন আহমদ, আব্দুল আজিজ, মাশরুল হোসেন রিপন সহ আরো অনেকে। বক্তারা বিপ্লব ও সংহতি দিবসের প্রেক্ষাপট ও ণ্ডরুত্ব তুলে আরেকটি বিপ্লবের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান। বক্তারা তথাকথিত দুর্নীতি বিরোধী অভিযানের সমালোচনা করে অবিলম্বে ব্যাংক, শেয়ার বাজার লুন্ঠনকারীদের গ্রেফতার করার দাবী জানান। দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত এই সরকার ক্ষমতার টিকে থাকার জন্য ভারতের নগ্ন দালালিতে লিপ্ত হয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি ও স্মারক সই করে যাচ্ছে। বক্তারা বাংলাদেশের সমুদ্র উপকূলে রাডার স্থাপন ও নজরদারির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা মরহুম সাদেক হোসেন খোকার কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন সাজানো মামলায় মিথ্যা রায়ের মাধ্যমে দেশনেত্রীকে কারাঅন্তরীণ রাখার পরিনাম শুভ হবেনা।